বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

দিল্লিকে উড়িয়ে ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ সাকিবের কলকাতা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৫০, ১৪ অক্টোবর ২০২১

Google News
দিল্লিকে উড়িয়ে ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ সাকিবের কলকাতা


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্য দিয়ে সাত বছর পর আইপিএল-এর ফাইনালে উঠলো সাকিব আল হাসানের দল। 

শুক্রবার (১৫ অক্টোবর) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুবাইয়ে ফাইনাল খেলবে কলকাতা। এর আগে ২০১২ সালে প্রথমবার আইপিএল জয়ের সময়ও তাদের প্রতিপক্ষ ছিল চেন্নাই।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৫ রান তোলে দিল্লি। ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

অবশ্য দিল্লির বিপক্ষে সহজ করে ফেলা ম্যাচটি হঠাৎই যেন কঠিন হয়ে যায়। শেষ ২৪ বলে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল কেবল ১৩ রান। ওই ম্যাচে কি না শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় ৭ রানে। এক পর্যায়ে মনে হচ্ছিলো এই রানও নিতে পারবে না কলকাতা।

১ প্রথম উইকেটে ৯৬ তোলার পরেও একসময় জেতা ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ব্যাটসম্যানরা একে একে ফিরে যাচ্ছিলেন সাজঘরে। শেষ ওভারের পঞ্চম বলে রাহুল ত্রিপাঠি ছয় মারায় হাঁফ ছেড়ে বাঁচেন কেকেআর সমর্থকরা।

রেডিওটুডে নিউজ/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের