৩০ নভেম্বর নিলাম, ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

বুধবার,

২৬ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

২৬ নভেম্বর ২০২৫,

১২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

৩০ নভেম্বর নিলাম, ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩২, ২৬ নভেম্বর ২০২৫

Google News
৩০ নভেম্বর নিলাম, ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

বহু জল্পনা–কল্পনার পর শেষ পর্যন্ত নির্ধারিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের কাঠামো। এবারের টুর্নামেন্টে থাকবে মোট ছয়টি দল এবং আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে আসর, এ তথ্য জানিয়েছে বিসিবি।

বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, শুরুতে পাঁচ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’।

এবার দীর্ঘদিন পর ফিরছে খেলোয়াড় নিলাম ব্যবস্থা। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এতে অংশ নিতে আবেদন করেছেন পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার, যেখান থেকে ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে দুই জন দেশি এবং দুই জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।

ইফতেখার রহমান জানান, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ানো ও সূচি ব্যবস্থাপনার জটিলতা কমাতেই দলসংখ্যা বাড়ানো হয়েছে। তার ভাষায়, “পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে যাচ্ছিল। পাশাপাশি স্থানীয়দের আরও সুযোগ দিতে দল সংখ্যাও বাড়ানো হয়েছে।”

মিঠু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের