মেট্রোরেলে গাঁজার বড় চালানসহ ধরা পড়লেন নারী-পুরুষ

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

মেট্রোরেলে গাঁজার বড় চালানসহ ধরা পড়লেন নারী-পুরুষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৯, ২৪ নভেম্বর ২০২৫

Google News
মেট্রোরেলে গাঁজার বড় চালানসহ ধরা পড়লেন নারী-পুরুষ

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এমআরটি পুলিশ। জানা গেছে, এর আগেও তারা দুবার মেট্রোরেলের মাধ্যমে গাঁজা পরিবহন করেছিলেন।

আটকদের একজন নারী ও একজন পুরুষ, তবে পুলিশের পক্ষ থেকে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর শেওড়াপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে জানান এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে সব মেট্রো স্টেশনে চেকিং জোরদার করা হয়েছে। চেকিংয়ের সময় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক বড় ব্যাগ বহনকারী ওই নারী-পুরুষকে তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শেওড়াপাড়া থেকে উঠে মতিঝিল স্টেশনে নেমে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এর আগেও দুইবার মেট্রোরেল ব্যবহার করে তারা গাঁজা পরিবহন করেছেন বলেও স্বীকার করেন।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

তিনি আরও বলেন, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলেই চেকিং করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের