শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীতে সংঘটিত ভূমিকম্পে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মধ্যে রয়েছে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট।
সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। বিজয় সরণির সাব-স্টেশন কক্ষের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল দেখা গেছে।
পল্লবী স্টেশনে বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে ফাটল পাওয়া গেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, মিরপুর ১১ স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে, মিরপুর ১০ স্টেশনের ভেতরের কয়েকটি টাইলসে এবং ফার্মগেট স্টেশনের লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল তৈরি হয়েছে।
পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের এক কোণে দেয়ালে দৃশ্যমান ফাটল রয়েছে। প্রথমে এ বিষয়ে অস্বীকার করলেও পরে স্টেশন কন্ট্রোলার মো. সায়েম বলেন, ‘‘আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না—এখনই প্রথম দেখলাম।’’
পল্লবীর আরেক কর্মী জানান, ভূমিকম্পে আরও একটি স্থানে ফাটল ধরেছে; তবে তিনি বিস্তারিত জানাতে চাননি। মিরপুর ১০, মিরপুর ১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের কর্মীরাও ফাটলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার করা হলেও শুক্রবার বিকেল থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে।
কারওয়ান বাজার স্টেশনের সাব-স্টেশন কক্ষ সন্ধ্যায় বন্ধ অবস্থায় দেখা যায়। সেখানে উপস্থিত এক কর্মী জানান, ‘‘ফাটল ধরেছে। অনেকে ভয়ে আছে।’’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি সম্পর্কে বলেন, ফাটল গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রানের পর ঝুঁকি পাওয়া যায়নি বলেই মেট্রোরেল চালানো হচ্ছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
ফাটল বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
রেডিওটুডে নিউজ/আনাম

