প্রথমবারের মতো পরিবেশবান্ধব সবুজ হাইড্রোজেন ব্যবহার করে কয়লা থেকে রাসায়নিক তৈরির কারখানা চালু করলো চীন। -সমন্বিত কয়লা-থেকে-রাসায়নিক কমপ্লেক্সের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে, যা দেশের কয়লা-ভিত্তিক রাসায়নিক শিল্পকে কার্বনমুক্ত করার ক্ষেত্রে একটি পুনরুত্পাদনযোগ্য ও আধুনিক মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
চীন তাদের প্রথম 'সবুজ হাইড্রোজেন' (পরিবেশবান্ধব হাইড্রোজেন) ব্যবহার করে কয়লা থেকে রাসায়নিক তৈরির কারখানার সম্পূর্ণ কাজ শুরু করেছে। এই পদ্ধতিটি কয়লা শিল্পকে দূষণমুক্ত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।
চীন তার প্রথম 'গ্রিন হাইড্রোজেন' সমন্বিত কয়লা-থেকে-রাসায়নিক কমপ্লেক্সের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে। কয়লা রাসায়নিক শিল্পকে কার্বনমুক্ত করার (Decarbonizing) জন্য এটি একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না তাথাং কর্পোরেশন বৃহস্পতিবার ঘোষণা করে যে উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তুওলুন কাউন্টিতে তাদের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু ও সৌরবিদ্যুৎভিত্তিক প্রকল্পটি পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু হয়েছে।বিশ্বের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা চায়না তাথাং কর্পোরেশন বৃহস্পতিবার প্রকল্পটি চালু করে।
কয়লা থেকে রাসায়নিক তৈরির সময় 'সিনগ্যাস' নামে এক ধরনের গ্যাস বা জ্বালানি তৈরি হয়। এই গ্যাসে প্রয়োজনীয় হাইড্রোজেনের অভাব থাকে। আগে হাইড্রোজেন তৈরির প্রথাগত পদ্ধতিতে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হতো।
কিন্তু এই নতুন কারখানায় পরিবেশবান্ধব হাইড্রোজেন ব্যবহার করায় কার্বন নিঃসরণ অনেক কমে যাবে।
উৎপাদন কেন্দ্রের পরিচালক ছাও কুওআন জানিয়েছেন, এই প্রকল্প বছরে প্রায় ৭০.৫৯ মিলিয়ন কিউবিক মিটার হাইড্রোজেন তৈরি করবে। এর ফলে ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টন কার্বন ডাই অক্সাইড কম নির্গত হবে। এই পরিবেশগত সুবিধা প্রায় ১ হাজার ৪০০ হেক্টর (বা প্রায় ১,৯৪৪টি ফুটবল মাঠের সমান) ঘন বনের বার্ষিক কার্বন শোষণের সমান।
রেডিওটুডে নিউজ/আনাম

