বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সর্বোচ্চ একাডেমিক সম্মানসূচক উপাধি ‘একাডেমিসিয়ান’ পাচ্ছেন চীনের ১৪৪ জন বিজ্ঞানী। শুক্রবার দেশটির বিজ্ঞান গবেষণায় শীর্ষ প্রতিষ্ঠানগুলোএ ঘোষণা দিয়েছে।
এর মধ্যে চীনের বিজ্ঞান অ্যাকাডেমি ৭৩ জন এবং চীনা প্রকৌশল অ্যাকাডেমি ৭১ জন নতুন একাডেমিসিয়ান নির্বাচিত করেছে।
নতুন নির্বাচিত বিজ্ঞান অ্যাকাডেমি একাডেমিসিয়ানদের গড় বয়স ৫৭.২ বছর, যার মধ্যে ৬৭.১ শতাংশের বয়স ৬০ বছর বা তার কম। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী বিজ্ঞানীর বয়স ৪৪ বছর এবং সবচেয়ে বেশি বয়সীর বয়স ৬৬ বছর।
এবার বিজ্ঞান অ্যাকাডেমির নতুন একাডেমিসিয়ান হিসেবে পাঁচজন নারী বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন। এছাড়া, কৌশল অ্যাকাডেমিতে নির্বাচিত হয়েছেন আটজন নারী বিজ্ঞানী।
রেডিওটুডে নিউজ/আনাম

