রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩-৫ সেকেন্ড এ ভূমিকম্পে মৃদু ঝাঁকুনি অনুভূত হয়। এর মাত্রা ৩.৭ বলে জানা গেছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা।
এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

