স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগ বিষয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যে সমঝোতা স্মারক সই

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগ বিষয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যে সমঝোতা স্মারক সই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৮, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৯, ২২ নভেম্বর ২০২৫

Google News
স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগ বিষয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটান শনিবার (২২ নবেম্বর) দুই দেশের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ–এই দুই বিষয়ে দুইটি সমঝোতা স্মারক সই করেছে।

প্রথম সমঝোতা স্মারকটি, স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত, সই হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত, সই হয়েছে ভুটান রাজ্য সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

স্বাক্ষর ও নথি বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী তোবগের একান্ত বৈঠক এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের নেতৃত্বে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের