একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করতে ইসিকে সরকারের চিঠি

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করতে ইসিকে সরকারের চিঠি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৯, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:২২, ২২ নভেম্বর ২০২৫

Google News
একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করতে ইসিকে সরকারের চিঠি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করার প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে গণভোট পরিচালনা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। এক্ষেত্রে, চিঠিতে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন যে, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের এই নতুন নির্দেশনা সেই সময়সূচির মধ্যেই সমন্বয় করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের