বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪৬, ২২ নভেম্বর ২০২৫

Google News
বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন।

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মৎস্য অনুষদ অয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি সম্প্রতি ব্রাজিলে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উপস্থিত ছিলাম। সেখানে দেখলাম বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বের মৎস্য চাষিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন- এ অবস্থা চলমান থাকলে ভবিষ্যতে মৎস্য প্রজননের স্বাভাবিক বৃদ্ধি হ্রাস পাবে।

ফরিদা আখতার বলেন, বাংলাদেশের চাষিরা মৎস্য চাষে বেশ সাফল্য দেখিয়েছে। মৎস্য চাষের কারণে সাধারণ মানুষ এখন কম মূল্যে মাছ কিনতে পারছে। এজন্য তিনি মৎস্য চাষিদের ধন্যবাদ জানান।

মৎস্য উপদেষ্টা বলেন, মাছ বাঙালি জাতির একটি অবিচ্ছেদ খাদ্যের অংশ। মাছ ছাড়া বাঙালি জাতির খাদ্যের জন্য পূর্ণতা পায় না। এজন্য সংশ্লিষ্টদের মাছ চাষে আরো বেশি জোর দিতে হবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে একসময় খাল-বিল-নদীর উপর মাছের নির্ভরতা ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এখন বাড়িতে-বাড়িতে মৎস্য চাষ হচ্ছে। মৎস্যচাষিদেরকে আরো সহায়তা করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব। আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দিন ও প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান।

সম্মানিত অতিথি ছিলেন- নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এস কে কামরুল আলম।

অধিবেশনে সভাপতিত্ব করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন ও সামিট আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন- সামিট আয়োজক কমিটির সদস্য সচিব ড. অক্ষয় কুমার সরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের