রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রিয়াজুল ইসলাম

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রিয়াজুল ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ নভেম্বর ২০২৫

Google News
রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রিয়াজুল ইসলাম

রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভবন নির্মাণের অনুমোদন যথাযথ নিয়ম মেনেই দেওয়া হয় জানিয়ে রাজউকের কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেছেন, রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না। তিনি জানান, রাজউক নিজে থেকে কারও জন্য ভবনের নকশা প্রণয়ন করে না।

রিয়াজুল ইসলাম বলেন, বাড়িওয়ালারাই নিজেদের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে রাজউকে জমা দেন। শর্ত থাকে—নকশা অবশ্যই রাজউকের নিয়ম অনুযায়ী হতে হবে। কিন্তু পরবর্তীতে কেউ যদি সেই নিয়ম না মানেন, তাহলে জরিমানা বা শাস্তি তাদেরই দেওয়া উচিত। ‘এর দায়ভার রাজউকের নয়,’ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস—তিনটি সংস্থা আলাদা হয়ে কাজ করায় ভবন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি এ ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম জরুরি বলে মত দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের