সাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে: আবহাওয়া অফিস

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে: আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ২৪ নভেম্বর ২০২৫

Google News
সাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে: আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে এই লঘুচাপ। 

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে।

এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরো ঘনীভূত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি বলছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের