ঢাকায় শীতের আবহ,তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

৩০ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

৩০ কার্তিক ১৪৩২

Radio Today News

ঢাকায় শীতের আবহ,তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫, ১৪ নভেম্বর ২০২৫

Google News
ঢাকায় শীতের আবহ,তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস 

সারাদেশেই কমবেশি শীতের অনুভূতি বিরাজ করছে। এর ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও ধীরে ধীরে হালকা শীতের আমেজ তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে ঢাকায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও আজ সকাল ৬টায় তা নেমে এসেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং সারাদিনই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এ দিকে আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে—আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের