চট্টগ্রাম বন্দরে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস আজ

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

চট্টগ্রাম বন্দরে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ২৪ নভেম্বর ২০২৫

Google News
চট্টগ্রাম বন্দরে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস আজ

বাংলাদেশ থেকে ভুটানের প্রথম ট্রানজিট পণ্য চালান খালাস হচ্ছে আজ (সোমবার, ২৪ নভেম্বর)। থাইল্যান্ড থেকে ২ মাস আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে আসে এ চালানটি। শুল্ক পরিশোধ ও ট্রানজিট ফি পরিশোধ শেষে বিকেলে কন্টেইনারটি ভুটানের দিকে রওনা হবে বলে জানিয়েছে সিএন্ডএফ প্রতিষ্ঠান এন এম ট্রেডিং।

প্রায় ৬ হাজার টন পণ্যের মধ্যে আছে শুকোন ফল, চকোলেট, জুস ও শ্যাম্পু। থাইল্যান্ড থেকে এসব পণ্য আমদানি করেছে ভুটানের এবিট ট্রেডিং।

চট্টগ্রাম বন্দর থেকে আজ খালাসের পর চালানটি সড়ক পথে বুড়িমারি স্থলবন্দর হয়ে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশ করবে। পরে ভারতের শিলিগুড়ি হয়ে যাবে ভুটান।

চুক্তি অুনযায়ী চট্টগ্রাম বন্দর ব্যবহার ও বাংলাদেশের সড়ক পথ ব্যবহারের জন্য ভুটানকে নানা ধাপে মাশুল দিতে হবে। এ ৬ হাজার টন পণ্যের জন্য মোট মাশুল আসবে প্রায় ১০ হাজার টাকা।

ভুটানের কোনো বন্দর না থাকায় পণ্য আনা নেয়ায় আশপাশের দেশের ওপর নির্ভর করতে হয়। তবে দেশটির প্রায় ৭৫ শতাংশ বহিঃবাণিজ্য ভারতের সঙ্গে। বাকি ২৫ শতাংশ অন্যান্য দেশের সঙ্গে হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের