সার কারখানাগুলোতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১৩ টাকা ২৫ পয়সা বাড়ানো হয়েছে। প্রতি ঘনমিটারের নতুন দাম ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। আগামী ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। বর্তমানে সারকারখানায় সরবরাহ করা প্রতি ঘনমিটার গ্যাসের দাম দাম ছিল ১৬ টাকা। ফলে দাম বেড়েছে ৮২ দশমিক ৮১ শতাংশ।
তিতাস গ্যাস, বাখরাবাদ, জালালাবাদ ও কর্ণফুলী বিতরণ সংস্থা সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর গণশুনানি করেছিল বিইআরসি। গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে কমিশনের কারিগরি কমিটি ৩০ টাকা করার পক্ষে মত দিয়েছিল।
পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছিল, দাম বাড়ানো হলে বাড়তি সাত কার্গো এলএনজি আমদানি করে সার কারখানায় সরবরাহ করা হবে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সারের দামও বাড়বে। বর্তমানে ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে কেজিতে ৩৮ টাকার মত। আর বাজারে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতে প্রতি কেজিতে ভর্তুকি দিতে হচ্ছে ১৩ টাকা।
রেডিওটুডে নিউজ/আনাম

