সাদা পোশাক থেকে হলুদের দাগ তোলার সহজ টিপস

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সাদা পোশাক থেকে হলুদের দাগ তোলার সহজ টিপস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ নভেম্বর ২০২৫

Google News
সাদা পোশাক থেকে হলুদের দাগ তোলার সহজ টিপস

খেতে গিয়ে জামায় তরকারির ঝোল পড়ে যাওয়াটা বেশ বিরক্তিকর ঘটনা, বিশেষ করে হালকা বা সাদা রঙের পোশাকে। হলুদের উজ্জ্বল দাগ বিশেষভাবে মেজাজ নষ্ট করতে পারে, কারণ এ ধরনের দাগ সহজে ওঠে না। তবে সমস্যা সমাধানের কিছু সহজ উপায় রয়েছে। চলুন, জেনে নিই সাদা পোশাকে হলুদের দাগ তোলার উপায়।

ঠাণ্ডা পানির ব্যবহার
ঝোল বা তরকারি পড়ার সঙ্গে সঙ্গে বেশি সময় অপেক্ষা না করে পোশাকটি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এতে যেকোনো লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে ৩০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিন। দাগ দ্রুত চলে যাবে।

ভিনেগার
ভিনেগার এবং পানি সমপরিমাণে মিশিয়ে তাতে গুঁড়া সাবান যোগ করুন। ওই মিশ্রণে সাদা পোশাক আধাঘণ্টা ভিজিয়ে রাখুন। পরে কেচে ধুয়ে নিলে পোশাকের হলুদ দাগ দূর হয়ে যাবে। এটি রঙিন পোশাকেও প্রযোজ্য।

লেবুর রস ব্যবহার
রঙিন পোশাক থেকে হলুদের দাগ তুলতে লেবুর রস ব্যবহার করতে পারেন। পোশাকের দাগ লাগা অংশে লেবুর রস লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর কাচার সাবান দিয়ে ধুয়ে নিন। এতে দাগ পুরোপুরি উঠে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের