চট্টগ্রামের চকবাজার থানায় ওয়াশরুম থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুমে অহিদুর রহমানের মরদেহ দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেন।
পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, সেখানে পৌঁছানোর পর পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক অহিদুরকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসআই অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়।
রেডিওটুডে নিউজ/আনাম

