চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এআই কম্পিউটিংয়ের অদক্ষতা দূর করতে তৈরি নতুন প্রযুক্তি ফ্লেক্স ডট এআই উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। শুক্রবার ফ্রেমওয়ার্কটি উন্মুক্ত সোর্স হিসেবে প্রকাশ করা হয়।
হুয়াওয়ে জানায়, ফ্লেক্স ডট এআই একটি এআই চিপকে একাধিক ভার্চুয়াল ইউনিটে ভাগ করতে পারে। এতে একটি চিপ একসঙ্গে একাধিক কাজ করতে পারে। এই নমনীয় রিসোর্স আইসোলেশন প্রযুক্তি কম্পিউটারের দক্ষতা গড়ে ৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এআই শিল্পের দ্রুত বিকাশের সঙ্গে কম্পিউটিং ক্ষমতার চাহিদাও বাড়ছে। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কম্পিউটিং রিসোর্সের কম ব্যবহার। এতে প্রচুর অপচয় হচ্ছে এবং অগ্রগতি শ্লথ হচ্ছে।
হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট চৌ ইউয়েফেং জানিয়েছেন, ফ্লেক্সডট এআই ওপেন–সোর্স করার মাধ্যমে হুয়াওয়ে তাদের গুরুত্বপূর্ণ মূল প্রযুক্তিগুলো বিশ্বব্যাপী গবেষক ও ডেভেলপারদের জন্য উন্মুক্ত করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

