২০১২ সালের প্রথম বিশ্বকাপে পঞ্চম হওয়ার আক্ষেপ ঘুচিয়ে এবার ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল। ঘরের মাঠে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ চারে ওঠায় বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হয়েছে।
শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতে টস হেরে রক্ষণভাগে খেলতে নামা বাংলাদেশ কিছুটা চাপে ছিল। তবে শ্রাবণী মল্লিক ও বৃষ্টি বিশ্বাসের নৈপুণ্যে দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা। নবম মিনিটে নির্ভরযোগ্য রেইডার শ্রাবণী মল্লিক চোট পেয়ে মাঠ ছাড়লে শঙ্কা জাগে। তবে মেইবি চাকমা ও বৃষ্টির দৃঢ়তায় প্রথমার্ধেই ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মালেকা পারভীনের দলকে। বিরতির পরই প্রতিপক্ষকে অলআউট করে ১৮-১৩ পয়েন্টে লিড নেয় তারা। এরপর রেইড ও ট্যাকল উভয় বিভাগেই দাপট দেখিয়ে থাইল্যান্ডকে দ্বিতীয়বার অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। শেষদিকে থাইল্যান্ড ব্যবধান কমানোর চেষ্টা করলেও ৪০-৩১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
রেডিওটুডে নিউজ/আনাম

