পুরান ঢাকা আলিয়ায় রণক্ষেত্র, ৭ শিক্ষার্থী আহত

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

পুরান ঢাকা আলিয়ায় রণক্ষেত্র, ৭ শিক্ষার্থী আহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:০২, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:১৫, ২৩ নভেম্বর ২০২৫

Google News
পুরান ঢাকা আলিয়ায় রণক্ষেত্র, ৭ শিক্ষার্থী আহত

পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসার হলে শনিবার রাতে ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তারা সবাই ছাত্র। তাদের সবারই মাথায় আঘাত লেগেছে। বর্তমানে জরুরি বিভাগের চার নাম্বার রুমে তাদের চিকিৎসা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের