কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩১, ২৩ নভেম্বর ২০২৫

Google News
কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের দুটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা।

স্থানীয়রা জানায়, কৃষক আব্দুল বারেক মজুমদারের বাড়ি থেকে তার দুটি গরু নিয়ে যান জলিল প্যাদা।

পরে বারেক ঘটনাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে জানান। বিষয়টি নিয়ে পঞ্চায়েত বাজার এলাকায় চেয়ারম্যান ফোরকান ও সাবেক ইউপি সদস্য রেজার উপস্থিতিতে একটি বৈঠক হয়।

বৈঠকে জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলের কাছে তার ভাইয়ের টাকা পাওনা রয়েছে। সেই টাকা আদায় করতেই বারেকের গরু নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান।

কৃষক বারেক মজুমদার বলেন, ‘আমাকে অসহায় দেখে গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই।’

ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, ‘বৈঠকে জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করছেন। কিন্তু পাওনার কথা বললেও কোনো প্রমাণ দেখাতে পারেনি।’

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের