আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ১২ জানুয়ারি) জামায়াতে আমিরের বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘ভোটারদের মতামতের রিফলেকশন হোক নির্বাচনে। জামায়াত নির্বাচিত হলে প্রতিবেশি দেশের সঙ্গে প্রতিবেশির মতো সম্পর্ক থাকবে। বিশেষ কোনো দেশের প্রতি ঝুঁকে পড়বে না।’
তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। এবারের নির্বাচন হাতছাড়া হলে এ জাতিকে অনেক মূল্য দিতে হবে।’
এছাড়া আসন্ন গণভোটে দেশের স্বার্থে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
জোটের আসন সমঝোতা আগামীকালের (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) মধ্যে হবে বলেও জানান জামায়াত আমির।
রেডিওটুডে নিউজ/আনাম

