কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি মারা যায়নি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় শিশুটি গুলিবিদ্ধ হয়। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে।
তবে এর আগে গুলিতে আহত আফনান ওরফে পুতুনি (১২) নামের শিশুটি মারা যাওয়ার কথা জানিয়েছিলেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ।
পুতুনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে।
আজ রোববার দুপুরে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, 'হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারে রাতভর গোলাগুলি চলে। এরমধ্যে ওপার থেকে আসা গুলিতে আফনান ওরফে পুতুনি গুরুতর আহত হন। তাকে কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে।' তিনি বলেন, 'প্রথমে আমরা শিশুটি মারা যাওয়ার খবর পেয়েছিলাম।'
ওসি সাইফুল ইসলাম জানান, শিশু গুলিবিদ্ধ হওয়ার খবরে স্থানীয়রা ক্ষোভে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল এবং টেচ্ছাবিজ্র এলাকা অবরোধ করেন।অন্যদিকে মিয়ানমারে গোলাগুলির খবরে টেকনাফ সীমান্ত এলাকার অনেকে নিরাপদে সরে যাচ্ছেন।
ওসি জানান, মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে দেশটির অর্ধশতাধিক নাগরিককে হেফাজতে নেওয়া রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আজ সকালে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জনকে আটক করা হয়েছে। তারা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। এছাড়া, এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মোহামদ আমিন বলেন, 'কয়েকদিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলি চলছে। গতকাল সন্ধ্যায় শুরু গোলাগুলি আজ ভোরে থামে। সীমান্তের মানুষের আতঙ্কের মধ্যে পড়েছে।'
উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, 'মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির খবর শুনেছি। আমরা খোঁজ খবর রাখছি। পাশাপাশি যাতে কোনোভাবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সর্তক অবস্থানে রয়েছি।'
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, 'একশিশু গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। হোয়াইক্যং সীমান্তে বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে।' সড়ক অবরোধ সরানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

