ভারতের অন্য কোনো ভেন্যুতেও বাংলাদেশের খেলার সুযোগ নেই: আসিফ নজরুল

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৯ পৌষ ১৪৩২

Radio Today News

ভারতের অন্য কোনো ভেন্যুতেও বাংলাদেশের খেলার সুযোগ নেই: আসিফ নজরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৫, ১২ জানুয়ারি ২০২৬

Google News
ভারতের অন্য কোনো ভেন্যুতেও বাংলাদেশের খেলার সুযোগ নেই: আসিফ নজরুল

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইসিসির সিকিউরিটি টিমের বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার কোনো রকম পরিস্থিতি নেই। আইসিসি যদি আশা করে আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করবো, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবো না, আর আমরা ক্রিকেট খেলার জন্য আমাদের নির্বাচন পিছিয়ে দেবো; এর চেয়ে উদ্ভট, অযৌক্তিক অবাস্তব কোনো প্রত্যাশা হতে পারে না। 

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, আমরা মনে করি, ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে, গত ১৬ মাসে দেশটিতে বাংলাদেশবিরোধী যে ক্যাম্পেইন চলছে, এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মোস্তাফিজের পর্ব এবং এর পর যে চিঠির কথা বললাম—এর মাধ্যমে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা মনে করি ক্রিকেট খেলার ওপর কারও কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থার ভিত্তিতে একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যিই গ্লোবল অরগানাইজেশন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কাথায় উঠে আর না বসে; তাহলে অবশ্যই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কায় দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করবো না। 

তিনি বলেন, যেখানে আমাদের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই, সেই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে খেলাবো না। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের