খুব শিগগিরই ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

রয়টার্সের প্রতিবেদন

খুব শিগগিরই ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ২৩ নভেম্বর ২০২৫

Google News
খুব শিগগিরই ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন অন্তত চারজন মার্কিন কর্মকর্তা। রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিতে যাচ্ছে।

তবে নতুন অভিযানের সময় বা পরিসর কেমন হবে, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না তা সঠিকভাবে জানতে পারেনি রয়টার্স।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল, সামনে কিছু বড় ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এই ধারণা আরও প্রবল হয়।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অভিযানের প্রথম ধাপ হিসেবে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি। তবে এই কর্মকর্তারা নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলে পেন্টাগন। সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শনিবার বলেন, ভেনেজুয়েলার বিষয়ে এসব সম্ভাবনা 'উড়িয়ে দেওয়া যাচ্ছে না'।

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, 'আমাদের দেশে মাদক প্রবেশ ঠেকাতে ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব ধরনের শক্তি ব্যবহারে প্রস্তুত।'

ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক সরবরাহে জড়িত। মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় থাকা ইস্যুগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনাও রয়েছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বহুবার বলেছেন, ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী এই প্রচেষ্টা প্রতিরোধ করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের