‘নির্বাচনের জেনোসাইড’ হওয়ার সম্ভাবনা আছে; মন্তব্য জামায়াতে আমিরের

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

‘নির্বাচনের জেনোসাইড’ হওয়ার সম্ভাবনা আছে; মন্তব্য জামায়াতে আমিরের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৪, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

Google News
‘নির্বাচনের জেনোসাইড’ হওয়ার সম্ভাবনা আছে; মন্তব্য জামায়াতে আমিরের

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হলে 'নির্বাচনের জেনোসাইড' হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবে সবাইকে মিলে এটি তৈরি করতে হবে। আপনারা তৈরি থাকুন, নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।'

পিআর নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে আমির বলেন, 'আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার। আমাদের দাবি অব্যাহত। এ দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি পিআর বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।'

কোনো দলের সঙ্গে জোট হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, 'আমরা কনভেনশনাল (প্রচলিত) কোনো জোট করব না। তবে অনেকগুলো দল ও শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে।'

এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে 'অবাস্তব' আখ্যা দিয়ে তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের