চীন ও উজবেকিস্তানের সম্পর্ককে ‘সংহতি ও পারস্পরিক আস্থার নতুন মডেল' হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাখতিয়র সাইদভের সঙ্গে দ্বিতীয় কৌশলগত সংলাপে তিনি এই আহ্বান জানান।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের নেতৃত্বে চীন-উজবেকিস্তান সম্পর্ক সমৃদ্ধ হয়েছে, যা উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ফলাফল বয়ে এনেছে।
তিনি আরও বলেন, দুই পক্ষের উচিত দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য কৌশলগত সংলাপের পূর্ণ সদ্ব্যবহার করা, দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকনির্দেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সমন্বয় সাধন করা।
এ সময় উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাখতিয়র সাইদভ চীনের 'এক-চীন নীতিতে' দৃঢ় সমর্থন এবং চীনের 'তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা' বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতার কথা নিশ্চিত করেন।
সাইদভ উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

