পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করছিলেন অনেকে। বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনেই হয়তো জিতে যাবে টাইগাররা।
তবে এই ৪ উইকেট পেতে রীতিমত ঘাম ছুটেছে তাইজুল ইসলাম, হাসান মুরাদদের। প্রায় ৬০ ওভার বোলিং করে আইরিশদের অলআউট করে দুই ম্যাচের সিরিজে ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২১১ রানে এগিয়ে থাকায় ফলোঅনের সুযোগ থাকলেও সে পথে না হেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৫০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
রেডিওটুডে নিউজ/আনাম

