ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২২, ২৩ নভেম্বর ২০২৫

Google News
ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল

২০১২ সালের প্রথম বিশ্বকাপে পঞ্চম হওয়ার আক্ষেপ ঘুচিয়ে এবার ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল। ঘরের মাঠে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ চারে ওঠায় বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হয়েছে।

শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে টস হেরে রক্ষণভাগে খেলতে নামা বাংলাদেশ কিছুটা চাপে ছিল। তবে শ্রাবণী মল্লিক ও বৃষ্টি বিশ্বাসের নৈপুণ্যে দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা। নবম মিনিটে নির্ভরযোগ্য রেইডার শ্রাবণী মল্লিক চোট পেয়ে মাঠ ছাড়লে শঙ্কা জাগে। তবে মেইবি চাকমা ও বৃষ্টির দৃঢ়তায় প্রথমার্ধেই ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মালেকা পারভীনের দলকে। বিরতির পরই প্রতিপক্ষকে অলআউট করে ১৮-১৩ পয়েন্টে লিড নেয় তারা। এরপর রেইড ও ট্যাকল উভয় বিভাগেই দাপট দেখিয়ে থাইল্যান্ডকে দ্বিতীয়বার অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। শেষদিকে থাইল্যান্ড ব্যবধান কমানোর চেষ্টা করলেও ৪০-৩১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের