ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থতি লাল–হলুদ–সবুজ তিন ভাগে নিয়ন্ত্রণ হবে

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ইসি সচিব আখতার আহমে

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থতি লাল–হলুদ–সবুজ তিন ভাগে নিয়ন্ত্রণ হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪২, ২৩ নভেম্বর ২০২৫

Google News
ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থতি লাল–হলুদ–সবুজ তিন ভাগে নিয়ন্ত্রণ হবে

জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধিদল। এসময় ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এক ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে জানান, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে জোর দিতে হবে। তিনি প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং ইসি চাইলে যেকোনো সহযোগিতা করার আশ্বাস দেন।

বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে অতিরিক্ত দায়িত্ব ও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমনওয়েলথ। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি তাদের আশাবাদী করেছে।

তিনি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের