তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

২৪ নভেম্বর ২০২৫,

১০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২৪ নভেম্বর ২০২৫

Google News
তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২৮ যাত্রী। আজ সোমবার তামিলনাড়ুর তেনকাসি জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে একটি বাস সেনকোট্টাই যাচ্ছিল। আরেকটি বাস কোভিলপট্টির দিকে রওনা দেয়। তেনকাসি এলাকায় পৌঁছালে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে বাস দুটিতে থাকা ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৮ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী কেসার বাসটি বেপরোয়াভাবে চালছিল। ধারণা করা হচ্ছে, কেসার বাস চালকের দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আহত ২৮ জন যাত্রীর সবাই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের