ইউক্রেনের আরো ৩ গ্রাম দখল করেছে রাশিয়া

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ইউক্রেনের আরো ৩ গ্রাম দখল করেছে রাশিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৫, ২৩ নভেম্বর ২০২৫

Google News
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখল করেছে রাশিয়া

রাশিয়া আজ রোববার জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখল করেছে। এদিকে জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিতর্কিত পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনারা দোনেৎস্ক অঞ্চলের পেত্রিভস্কে এবং দিনপ্রোপেত্রোভস্ক অঞ্চলের টিখে ও ওত্রাদনে গ্রাম দখল করেছে।

কিয়েভ পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের গুরুত্বপূর্ণ দুর্গগুলো ধরে রাখার জন্য লড়াই করছে। তবে, রুশ সেনারা ক্রমাগত একের পর পর স্থান দখল করে নিচ্ছে।

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে জেনেভায় আলোচনার আগমুহূর্তে, রাশিয়ার সর্বশেষ অগ্রগতির খবরটি প্রকাশ্যে এলো।

ইউক্রেনকে প্রস্তাব মেনে নেওয়ার জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। তবে, রাশিয়ার কিছু দাবি মেনে নেওয়ার ব্যাপারে খসড়ায় পরিবর্তন দাবি করছে ইউক্রেন।

২৮ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, সেনাবাহিনী কমাতে হবে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে, যাতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকানো যায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ‘চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি’ হতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন আলোচনায় না এলে আরও ভূখণ্ড দখল করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের