আওয়ামী গোষ্ঠী যেন আর দেশে পদার্পণ করতে না পারে: সালাহউদ্দিন

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

২৩ নভেম্বর ২০২৫,

৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আওয়ামী গোষ্ঠী যেন আর দেশে পদার্পণ করতে না পারে: সালাহউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ২৩ নভেম্বর ২০২৫

Google News
আওয়ামী গোষ্ঠী যেন আর দেশে পদার্পণ করতে না পারে: সালাহউদ্দিন

দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী ফিরতে না পারে সেই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার(২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই আহ্বান জানান।   

সালাহউদ্দিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী সরকার দাড়ি টুপির বিরুদ্ধে ছিল। তারা আলেম বিদ্বেষী ছিল। তারা কাউকে ধরে এন জঙ্গি বানানোর নাটক করতো। সেই বাংলাদেশ এখন নেই। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে যাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই একসঙ্গে থাকবো ইনশাল্লাহ।

তিনি বলেন, এ দেশে আইনকানুনের ব্যত্যয় ঘটিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। 

সালাহউদ্দিন বলেন, আমরা বিতর্ক হয় সে সব বিষয়ে যাব না। আমরা সবাই রাসুলুল্লাহ (সা.) এর মদিনার ইসলামে বিশ্বাস করি। আমরা বাংলাদেশে যত ফিতনা আছে সেগুলোর অবসান চাই। মসজিদে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই। আমরা মসজিদের ইমাম ও খতিবদের সব বিতর্কের ঊর্ধ্বে রাখি। রাজনীতি চর্চার জন্য বহু কেন্দ্র আছে। এটা আপনারা খেয়াল রাখবেন। 

বিএনপি নেতা বলেন, দেশের সব জনগণ যদি রাষ্ট্রকে আইনি সমর্থন, নৈতিক সমর্থন দেয় তবে রাষ্ট্র তাদের বহুগুণে ফেরত দেবে। আমরা সকল শ্রেণির মানুষ দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে যায়। রাষ্ট্রের কাছে চাই। কিন্তু রাষ্ট্রকে দিতে চাই না—সেটা হয় না। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভরতার মাধ্যমে খাল খননসহ নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজেদের কাজ নিজেরা করতে পারে। আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, ইনশাল্লাহ রাষ্ট্র আমাদের ভরপুর দেবে। 

সালাহউদ্দিন বলেন, এই রাষ্ট্রটা ফ্যাসিবাদমুক্ত হয়েছে, স্বৈরাচারমুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর পদার্পণ করতে না পারে। বাংলাদেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদ রাজনীতির উৎপাত না হয় সে জন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের