শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, নেই ছয় উইকেট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Google News
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, নেই ছয় উইকেট

প্রতিপক্ষ আফগানিস্তানের বোলিংয়ের কাছে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। চট্টগ্রামের ১৩ রানের মাথায় ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। ফজল হক ফারুকীর বল লিটন দাসের ব্যাটের কানায় লেগে গিয়েছিল উইকেটের পেছনে। উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচটি তালুবন্দি করেন।

যদিও প্রথম দফায় আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিয়ে সফলতা পায় সফরকারীরা।

এরপর ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু এবারও প্রথম দফায় আউট দেননি আম্পায়ার। আবারও রিভিউ, আবারও আফগানিস্তানের সফলতা।

লিটন-তামিমের পথ ধরলেন মিস্টার ডিপেন্ডেবল সাকিব, মুশফিকুর, ইয়াসির আলী, মাহমুদউল্লাহও । এবারও বোলার সেই ফজল হক ফারুকী। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি।  

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান।  

 এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরান শেষপর্যন্ত একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্ত তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে।

নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ২১৫ রান।  
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের