মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, অভিষেকের অপেক্ষায় কিংসলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০৬, ২৫ মার্চ ২০২৩

Google News
প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, অভিষেকের অপেক্ষায় কিংসলে

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ডেকেছিলেন। ম্যাচের আগের দিন ফিফা প্রীতি ম্যাচের নিয়ম অনুযায়ী ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিতে হয়। তাই সেখান থেকে চার জনকে বাদ দিয়েছেন কোচ। 

কোচরা সাধারণত ২৩ জনের স্কোয়াডে  ৩ জন গোলরক্ষক রাখেন। শনিবারের ম্যাচের জন্য ২ জন গোলকিপার রেখেছেন বাংলাদেশের কোচ। শহিদুল আলম সোহেল ও আশিকুর রহমান শ্রাবণকে বাদ দিয়েছেন হাভিয়ের। সেইসঙ্গে বাদ পড়েছেন ফরোয়ার্ড ইব্রাহিম, ডিফেন্ডার ইমন শাহরিয়ার। 

এই চার জন ম্যাচে বাদ পড়লেও থাকবেন দলের সঙ্গেই। দ্বিতীয় ম্যাচের আগে আবারও নতুন করে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেয়া হবে। ঘোষিত ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে আছেন ফরোয়ার্ড এলিটা কিংসলে। বাংলাদেশের জার্সিতে তাঁর অভিষেক হতে পারে শনিবারই। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের