বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

অ্যান্টিগা টেস্ট

২৬৫ রানে অলআউট করেও দিনশেষে অস্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ১৮ জুন ২০২২

Google News
২৬৫ রানে অলআউট করেও দিনশেষে অস্বস্তিতে বাংলাদেশ

সংগৃহিত ছবি

বাংলাদেশকে ১০৩ রানে অল আউট করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে প্রথমদিন শেষ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আজ দিনে তারা যোগ করে ১৭০ রান। এক পর্যায়ে ৩ উইকেটে ১৯৭ রান থেকে ২৬৫ রানে অল আউট হয় তারা। মিরাজ, এবাদত-খালেদের দারুণ বোলিংয়ে শেষ ৬৮ রানে ক্যারিবিয়ানদের ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসেও দুই উইকেট হারিয়ে অস্বস্তিতেই দ্বিতীয় দিন শেষে করলো বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। এখনো পিছিয়ে ১১২ রানে। প্রথম ইনিংসে- বাংলাদেশ: ১০৩/১০ || ওয়েস্ট ইন্ডিজ: ২৬৫/১০।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ: ৫০/২ (২০ ওভার)
জয় ১৮*, শান্ত ৮*।

এর আগে স্বাগতিকদের ২৬৫ রানের সর্বোচ্চ ৯৪ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। এ ছাড়া ৬৩ রান করেন সহ অধিনায়ক ব্ল্যাকউড। ২১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন অভিষিক্ত গুদাকেশ মোতি।

এদিন দ্বিতীয় ও তৃতীয় সেশনে বাংলাদেশ দারুণ বোলিং করে। মেহেদি হসান মিরাজ একাই নেন ৪ উইকেট। ২ উইকেট করে নেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। ১টি করে নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের