
অলিম্পিকসে শেষ দিনে স্বর্ণ জয়ের দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই দুই স্পোর্টিং সুপার পাওয়ারের জমে ওঠা হাড্ডাহাড্ডি লড়াই প্রায় প্রতিটি ইভেন্টেই উপভোগ করেন দর্শকরা।
৩৯টি স্বর্ণ জিতে সেরা দল হিসেবে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। ৩৮ স্বর্ণ নিয়ে দুইয়ে আছে চীন। স্বাগতিক জাপান ২৭টি স্বর্ণ নিয়ে দখল করে তৃতীয় স্থান। ২২টি স্বর্ণ জিতে ব্রিটেন হয় চতুর্থ।
২০ স্বর্ণজয়ী রাশিয়া শেষ করে পাঁচ নম্বরে থেকে। আর পুলে রাজত্ব করা অস্ট্রেলিয়া ১৭টি স্বর্ণ জিতে আছে ছয় নম্বরে। অজিদের ১৭টি স্বর্ণের ৯টিই এসেছে সুইমিং থেকে।
এতসব পদকের ভিড়ে বাংলাদেশের জন্য আসরে এবারও ছিল অংশগ্রহণের সান্ত্বনা। রোমান সানা, দিয়া সিদ্দিকী, আব্দুল্লাহ হেল বাকী, আরিফুল ইসলাম, জুনায়না আহমেদ ও জহির রায়হান বিশ্ব মঞ্চে উঁচিয়ে ধরেছেন লাল-সবুজের পতাকা। কোনো পদক না জিতলেও সবাই নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছেন টোকিওতে।
সব শেষে আশা, আলো ও শান্তির বার্তা দিয়েই বিদায়ের সুর টোকিও মহাযজ্ঞে। বিকেলে প্যারিসে পরবর্তী আসরকে স্বাগত জানিয়ে আসরের আনুষ্ঠানিক পর্দা নামবে সমাপনী অনুষ্ঠানে।
রেডিওটুডে নিউজ/এইচবি