শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

মেয়েদের সাফ জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৫১, ২০ সেপ্টেম্বর ২০২২

Google News
মেয়েদের সাফ জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের অভিনন্দন

মুশফিকুর রহিমের টাইমলাইন থেকে নেয়া ছবি

সাফ ফুটবলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতায় উল্লাসে ভাসছে বাংলাদেশের মেয়েরা। ইতিহাস গড়া এই অর্জনে আনন্দের ঢেউয়ে উদ্বেলিত ক্রিকেট দলের তারকারাও। নারীদের ফুটবল দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে সকল ক্রীড়াপ্রেমিরাও।

বাদ যায়নি দেশের তারকা ক্রিকেটররা।
মুশফিকুর রহিমও সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন অভিনন্দন জানাতে।

ঐতিহাসিক জয়ের কিছুক্ষণের পরই মেয়েদের অভিনন্দন জানান মুশফিক। নারী ফুটবল দলের জয়ের পর সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পর মুশফিক লিখেন, ‘চ্যাম্পিয়নশিপের মুকুট জেতায় প্রিয় বোনদের অনেক অভিনন্দন। সত্যিই তোমাদের সকলকে নিয়ে গর্ববোধ করছি সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের স্যালুট।’

প্রসঙ্গত, নারী সাফের ফাইনালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। আর এতে ইতিহাস রচনা করেছেন কৃষ্ণা রাণী-শামসুন্নাহার-সাবিনারা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের