শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফুটবল মাঠে প্রথমবারের মতো সাদা কার্ড দেখালো রেফারি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ২৩ জানুয়ারি ২০২৩

Google News
ফুটবল মাঠে প্রথমবারের মতো সাদা কার্ড দেখালো রেফারি

সংগৃহীত ছবি

এতদিন পর্যন্ত ফুটবল মাঠে রেফারিদের দুই ধরনের কার্ড ব্যবহার করতে দেখা গেছে।খেলোয়াড়েরা ফাউল করলে সচরাচর হলুদ ও লাল কার্ড দেখান ম্যাচ রেফারিরা। তবে গোটা বিশ্ব এবার নতুন একটি কার্ডের সঙ্গে পরিচিত হল, যার প্রথম ব্যবহার হয়েছে পর্তুগালের মাটিতে। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাদা কার্ড দেখিয়েছে রেফারি। 

ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছে পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে। ম্যাচ চলাকালীন এক ফুটবলার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক সেবা দেওয়ার জন্য দুই দলের মেডিক্যাল স্টাফরা মাঠে দৌড়ে আসে।  

দুই দলের মেডিক্যাল স্টাফদের এমন কাণ্ড দেখেই মূলত রেফারি তাদেরকে সাদা কার্ড দেখান। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক সঙ্গে সঙ্গেই করতালিতে রেফারির এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। এটি মূলত স্পোর্টসম্যানশিপের স্বীকৃতি হিসেবে তাদেরকে সাদা কার্ড দেখান রেফারি। 

মূলত ক্লাব ও ফুটবলারদের সততা ও ক্রীড়াবিদসুলভ আচরণকে ত্বরান্বিত করার জন্যই সাদা কার্ড ব্যবহার করা হয়ে থাকে।পর্তুগালের মাটিতে পেশাদার ফুটবলে ফিফার এই উদ্যোগ প্রথমবারের মতো ব্যবহৃত হল। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের