
সংগৃহীত ছবি
দিন কয়েক আগে বিয়ে কাজ সাড়েন ভারতীয় তারকা ব্যাটার কে এল রাহুল। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। গত এক মাসে এনিয়ে পাকিস্তানের তিনজন ক্রিকেটার বিবাহ সেরেছেন। তার আগে বিয়ে করেছিলেন হারিস রউফ ও শান মাসুদ।
শাদাব খান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ সাকলাইন মুশতাক কন্যা সানা সাকলাইনকে বিয়ে করেছেন। চুপিসারে বিয়ের কাজ সেরেছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ কাউকে আমন্ত্রণও জানানো হয়নি।
শাদাব খান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘নিকাহ সেরে ফেললাম। আমার জীবনে এই দিনটা খুব বড়। জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। আশা করি আমার ও পরিবারের পছন্দকে আপনারা সম্মান করবেন। সকলে আমাদের ভালবাসা নেবেন।’
পাকিস্তানি অলরাউন্ডার আরও বলেছেন, ‘আমার আদর্শ সাকি ভাইয়ের পরিবারের অংশ হতে পেরে ভাল লাগছে। যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলাম, তখন থেকেই আমি আমার পরিবারকে ক্রিকেট থেকে আলাদা রেখেছি। প্রচারের আলোয় থাকতে আমার পরিবারের সদস্যরা পছন্দ করেন না। আমার স্ত্রীও একই কথা বলেছেন। তিনিও জীবনের গোপনীয়তা রক্ষা করতে চান। প্রচারের মধ্যে আসতে চান না। সকলকে অনুরোধ করব, ওদের পছন্দকে সম্মান জানানোর জন্য।’
রেডিওটুডে নিউজ/এসবি