বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৮ আষাঢ় ১৪৩২

বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

গিনেজ রেকর্ডসে নাম লেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২২:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২১

Google News
গিনেজ রেকর্ডসে নাম লেখালেন রোনালদো

ছবি: সংগৃহীত

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড এখন রোনালদোর। আর এই নতুন রেকর্ডের মাধ্যমে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে এ তথ্য জানান রোনালদো।

গত বুধবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১০ এবং ১১১তম গোল করে এই রেকর্ড গড়েন পর্তুগালের অধিনায়ক।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "আমি ভীষণ খুশি। শুধু রেকর্ড ভেঙ্গেছি বলে নয়, পুরো দল একসাথে যেই বিশেষ মুহুর্তটি পেয়েছি তার জন্য।"

এছাড়াও গোলের রেকর্ডের পাশাপাশি সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইউরোপিয়ান রেকর্ডও স্পর্শ করেছেন ৩৬ বছর বয়সী রোনালদো। ১৮০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে পুরুষ ফুটবলে স্পেনের সার্জিও রামোসের রেকর্ড ছুঁয়েছেন কিছুদিন আগে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের