
পানামার বিপক্ষে গোল করেছেন মেসি ও আলমাদা
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। (বাংলাদেশ সময়) ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের পক্ষে গোল দুটি করেছেন থিয়াগো আলমাদা এবং লিওনেল মেসি।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে মেসি-ডি মারিয়ারা। যদিও একচেটিয়া আক্রমণ করে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১০টি শট নিলেও কেবল দুটি শট ছিল লক্ষ্য বরাবর।
বিরতির পরও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। তবে ৭৮তম মিনিটে গোলের দেখা পায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির বাঁকানো ফ্রি কিক পানামার পোস্টে লেগে ফিরে আসলে পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। পাশে দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শটে দলের পক্ষে প্রথম গোলটি করেন।
এরপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে দারুণ এক বাঁকানো শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে গোল করেন লিওনেল মেসি। এই গোলেই জয়টাও নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের।
রেডিওটুডে নিউজ/এসবি