
১-০ গোলে এগিয়ে মরক্কো
মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মিডফিল্ডার ক্যাসেমিরোকে। একঝাঁক নতুন তারকা নিয়ে নামা প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষে পিছিয়ে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের অর্ন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের শীষ্যরা মরক্কোর কাছ থেকে ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বসেছে।
মরক্কোর খেলোয়াড় বাউফলের করা গোলে ১-০ তে লিড নিয়েই বিরতিতে গেছে আশরাফ হাকিমির দল। অথচ পুরো প্রথমার্ধ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলই।
গোল খেয়ে তা শোধ করতে মরিয়া ব্রাজিল প্রথম হাফে আর সুযোগই পায়নি গোল করার। পুরো প্রথমার্ধে ২টি শট লক্ষ্যে রেখেছিল ব্রাজিল। আর মরক্কোর ছিল একটি শট লক্ষ্য বরাবর। তাতেই বাজিমাত করেছে তারা।
রেডিওটুডে নিউজ/এসবি