
মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে ব্রাজিল
টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মিডফিল্ডার ক্যাসেমিরোকে। একঝাঁক নতুন তারকা নিয়ে নামা প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষে পিছিয়ে ছিল ব্রাজিল। ব্রাজিলের অর্ন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের শীষ্যরা মরক্কোর কাছ থেকে ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বসে।
মরক্কোর খেলোয়াড় সোফিয়ান্নে বৌফলের করা গোলে ১-০ তে লিড নিয়েই বিরতিতে গেছে আশরাফ হাকিমির দল। অথচ পুরো প্রথমার্ধ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলই।
সেকেন্ড হাফে কাসেমিরোর পা যেন সৌভাগ্য হয়ে আসে ব্রাজিলের জন্য। কেননা তারই করা গোল সমতায় ফেরায় ব্রাজিলকে।
যদিও এই খুশী বেশিক্ষণ ছিল না ব্রাজিলের জন্য। ম্যাচের ৭৯ তম মিনিটে আব্দুল হামেদ সাবিরি আবারও বল পাঠান ব্রাজিলের জালে। ফলে আবারও পিছিয়ে পড়ে হলুদ জার্সিধারীরা। এরপর আর কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের। ফলে ২-১ গোলের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলের।
রেডিওটুডে নিউজ/এসবি