
নরওয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে স্পেন
শনিবার রাতে ইউরো বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি আর্লিং হালান্ড। নতুন কোচ ডি লা ফুয়েন্তের অধীনে প্রথমবার নেমে নরওয়েকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর বাছাই পর্ব ভালোভাবেই সূচনা করলো স্প্যানিশরা।
ম্যাচের ১৩তম মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। দারুণ এক ফ্লিকে ওলমোর বল নরওয়ের জালে জড়িয়ে দেন। এই ১ গোল নিয়েই ৮০ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল স্পেন। তবে শেষ মুহূর্তে মাঠে নেমে বাজিমাত করেন হোসেলু। ম্যাচের ৮১তম মিনিটে আলভারো মোরাতার পরিবর্তে মাঠে নামেন তিনি।
মাঠে নামার দ্বিতীয় মিনিটে করেন নিজের অভিষেকেই প্রথম গোল। দুই মিনিট পর পেয়ে যাব আরেকটি গোল। ৮৫তম মিনিটে অভিষেকে নিজের দ্বিতীয় গোলের মালিক হয়ে গেলেন এই স্ট্রাইকার।
অবশ্য প্রথম গোলের পর পিছিয়ে পড়েও নরওয়ে চেষ্টা করেছিলো সমতায় ফেরার। কিন্তু গোলের জন্য আপ্রাণ চেষ্টা করেও আর শেষ পর্যন্ত গোল শোধ করতে পারেনি নরওয়ে। ফলে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় স্পেনের কাছে।
পরের ম্যাচে আগামী মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর নরওয়ে খেলবে জর্জিয়ায়।
রেডিওটুডে নিউজ/এসবি