মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

স্ট্রাইকার ফুলক্রগের জোড়া গোলে জার্মানির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ২৬ মার্চ ২০২৩

আপডেট: ১৬:০৭, ২৬ মার্চ ২০২৩

Google News
স্ট্রাইকার ফুলক্রগের জোড়া গোলে জার্মানির জয়

পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জার্মানি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। দলের এই জয়ে জোড়া গোলে অবদান স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগের। লাতিন দেশ পেরুর হাই প্রেসিং ফুটবলের সামনে জার্মানি পুরো ম্যাচে নিজেদের অর্ধে বল হারিয়েছে বারবার। যদিও তাতে তাদের পেছনে ফেলতে পারেনি পেরু।

ম্যাচের ১২তম মিনিটে ৩০ বছর বয়সী স্টাইকার ফুলক্রুগের গোল জার্মানিকে এগিয়ে দেয়। হাভার্টজের ক্রস বুকের ওপর থেকে নামিয়ে দারুণ এক শটে বল জালে জড়িয়ে দেন। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। এরপর গোলরক্ষক পেদ্রো গ্যালাসের কারণে আরও একবার গোল হজম করা থেকে বেঁচে যায় পেরু। রিটজের শট এবং ওয়ার্নারের দুটি দারুণ প্রচেষ্টা রুখে দেন পেরু গোলরক্ষক। 

তবে ম্যাচের ৩৩তম মিনিটে সফল কোচ ফ্লিকের শিষ্যরা। মারিয়ুস ভলফের চমৎকার ক্রস অফসাইডের ফাঁদ এড়িয়ে কাছ থেকেই জাল খুঁজে পান ফুলক্রুগ। আর এতে তিনি নিজের ও দলের স্কোর দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিছু চমৎকার আক্রমণ গড়লেও কেউই আর গোলের দেখা পায়নি। ফলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে জার্মানরা।

আগামী ২৮ মার্চ নিজেদের পরের ম্যাচে জার্মানি মুখোমুখি হবে বেলজিয়ামের। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের