
ফাইল ছবি
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পানামার বিপক্ষে জয়ের পর এবার আরও একবার মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে বুধবার সেহেরির পর ঘরের মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে কুরাসাওয়ের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। এদিকে গত ম্যাচে পানামার বিপক্ষে মেসি ছুঁয়েছেন ৮০০ গোলের মাইলফলক। সেদিন বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ জয়ী জাতীয় বীরদের অভিবাদন জানানোর জন্য মুখিয়ে ছিলেন আর্জেন্টাইন ভক্তরা।
পানামার সেই জয়ের সুখস্মৃতি নিয়েই আজ আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কুরাকাওয়ের ফিফা র্যাঙ্কিংয়ে ৮৬ নম্বর অবস্থান। তাই সহজ আরেকটি জয় পাবে আর্জেন্টিনা সেই প্রত্যাশা করাই যায়।
রেডিওটুডে নিউজ/এসবি