
ফাইল ছবি
দিন কয়েক আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে হারিয়েছে আর্জেন্টিনা। এবার ২য় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসির দল। কুরাকাও নিজেদের সবশেষ ৭ ম্যাচের ৬ টিতেই হেরেছে তারা। ঘরের মাঠে তাই মেসিদের বিপক্ষে কঠিন প্রতিপক্ষ হবে না তারা।
তবে ম্যাচে অবশ্য পরিবর্তন আসতে পারে মেসিদের একাদশে। ফাইনাল ম্যাচের সেরা একাদশ নিয়ে পানামার বিপক্ষে মাঠে নামলেও এদিন তেমনটা করবেন না কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্সে রোমেরোকে বিশ্রাম দিয়ে নামানো হতে পারে লিসান্দ্রো মার্টিনেজকে।
এছাড়াও রাইট ব্যাকে প্রথম একাদশে ফিরবেন মন্টিয়েল। যার পেনাল্টিতে নিশ্চিত হয়েছিল মেসিদের ৩য় বিশ্বকাপ। এদিকে মাঝমাঠে এই ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে ম্যাক এলিস্টার ও এঞ্জো কে। তাদের বদলে একাদশে আসতে পারেন লো সেলসো ও লিয়ান্দ্রো প্যারাদেস। এছাড়া আক্রমণ ভাগে মেসি ও ডি মারিয়ার সঙ্গে প্রথম একাদশে ফিরতে পারেন লাউতারো মার্টিনেজ।
সম্ভাব্য এরকম একাদশ নিয়েই মাঠে নামা হবে আর্জেন্টিনার। সেটা এখন বলা যায় নিশ্চিত ভাবেই। তবে কি ২১ শতকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শিরোপা জয়ের পর নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয়া দল হতে পারবে আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও কুরাকাও।
রেডিওটুডে নিউজ/এসবি