
সাকিবের সঙ্গে খালেদ মাহমুদ সুজন (ফাইল ছবি)
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের ১৬ তম আসর শুরু হচ্ছে আর দিন কয়েক বাদে। এর উত্তাপ অবশ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে। চলতি আসরে সাকিব ও লিটনকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ থাকায় আইপিএলে সাকিব-লিটনদের অনাপত্তি পত্র দেয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সাকিব ও লিটনের আইপিএল অংশগ্রহণ নিয়ে গতকাল কথা বলেছিলেন সাবেক টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। আজ এ ব্যাপারে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।
দেশের খেলা চলা অবস্থায় আইপিএলে খেলার জন্য ক্রিকেটারদের ছাড়া হবে না বলে স্পষ্টভাবে আগেই জানিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এখন পর্যন্ত অবশ্য সেই সিদ্ধান্তের পরিবর্তন হয়নি।
আইপিএলে সাকিব-লিটনদের খেলার ব্যাপারে আজ খালেদ মাহমুদ সুজন বলেন, "এটা সম্পূর্ণ বোর্ডের ইস্যু। বোর্ড এটা নিয়ে একটা চিন্তা করেছে। ওদের সাথে কীভাবে কথা হয়েছে তা আমি জানি না। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ, আমরা মনে করে আমরা যথেষ্ট শক্তিশালী দল। টেস্ট ম্যাচে আমরা যে দলই খেলাই না কেন আমরা ওদের সাথে ভালো করব। আমি ওদের (আয়ারল্যান্ড) ছোটো করছি না। তবে এই কন্ডিশনে বা ওদের খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে সাকিব-মুস্তাফিজ বা লিটন যদি নাও থাকে খুব যে বড় ক্ষতি হবে তা না। তারা অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশ সবার আগে, এটা সত্যি কথা। আমরা সবাই বলি দেশ সবার আগে।"
"যদি আমরা মনে করি আমাদের সেই সাহস বা আত্মবিশ্বাসটা থাকে, তাহলে হয়তো ওদের ছাড়লেও ছাড়তে পারে। সেটা অন্য জিনিস। অবশ্যই বিসিবি একটা অবস্থান নেবে। আমি বোর্ড পরিচালক হয়ে বিসিবির বিপক্ষে কখনোই বলতে পারব না। বিসিবির ওদের নিয়ে পরিকল্পনা আছে অবশ্যই। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে। আমি এই মুহূর্তে আমি টিম ম্যানেজমেন্টেও নেই। তারা জানে এই অবস্থায় কী করতে হবে। দেখেন দেশ একটা দলের সঙ্গে হারতে পারে, এই অবস্থায় কাউকে আইপিএল খেলতে যাওয়ার পক্ষে আমি নই। এটা সম্ভব না আসলে। দলটা যদি ইংল্যান্ড হতো তাহলে এতো প্রশ্নই উঠত না, দুর্বল দল আয়ারল্যান্ড বলেই সবাই এতো কথা বলছে।"
আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএল। পরদিনই মাঠে গড়াবে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬তম আইপিএলের যাত্রা শুরু করবে সাকিব ও লিটনে কলকাতা।
রেডিওটুডে নিউজ/এসবি