
দেশের হয়ে দ্রুততম ফিফটি করেছেন লিটন দাস
২০ ওভারের টি-টোয়েন্টি নেমে এসেছে ১৭ ওভারে। আর এতেই কি-না আরও আগ্রাসী হয়ে উঠলেন লিটন দাস। মাত্র ১৮ বলে করেছেন নিজের ফিফটি। আর এতে করে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ানও হয়ে গেছেন লিটন। এর আগে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
আরেক ওপেনার রনি তালুকদারও ব্যাট চালাচ্ছেন দুর্দান্ত। মাত্র ১৪ বলে ২৬ রান নিয়ে ব্যাটিং করছেন তিনি।
আর এতে করে বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে বিনা উইকেটে ৮৩ রান।
রেডিওটুডে নিউজ/এসবি